• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

শিক্ষিত হয়ে অশিক্ষিতের জামাই নিয়ে টানাটানি কেন: রাজ রিপা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তারকাদের ব্যক্তিজীবনের নানা বিষয় প্রকাশ্যে আসার পর তা নিয়ে বেশ সরগরম থাকে সোশ্যাল মিডিয়া। একটা ঝামেলা শেষ না হতেই যেন আরেকটা ইস্যুতে চর্চায় থাকেন। এবার চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়।

এদিকে বুবলী ইস্যু যখন এভাবে সোশ্যালে চর্চার মধ্যে, তখন আবার বুবলীর নাম উল্লেখ না কলে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিলেন অভিনেত্রী রাজ রিপা। সোমবার (১৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, তিনি এত বড় শিক্ষিত নায়িকা যে তার কাছে ঢালিউড কুইনও মূর্খ। জেনে-বুঝে আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিতর জামাই নিয়ে কেন টানাটানি করছেন?

রাজ রিপা যদিও তার স্ট্যাটাসে কারো নাম উল্লেখ করেননি, তবে এবারো নেটিজেনদের ধারণা বুবলীকেই ইঙ্গিত করা হয়েছে ওই স্ট্যাটাসে। এ ব্যাপারে কথা বলার জন্য রাজ রিপাকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার।

Place your advertisement here
Place your advertisement here