• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ফিলিস্তিনের পক্ষে হাবিপ্রবিতে সংহতি সমাবেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷ 

মঙ্গলবার  (১৭ অক্টোবর) দুপুর একটায়  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। এর পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলর হত্যাযজ্ঞ, নির্যাতন এবং বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের সম্মুখ ঢাকা-দিনাজপুর মহাসড়ক হয়ে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। 

সংহতি সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর ধরে  নানাভাবে ইসরায়েলের কাছে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। সেখানে শিশু,মহিলাসহ নিরীহ মানুষদের অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। গাজায় বিদ্যুৎ, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 

শিক্ষার্থীরা আরো বলেন, মুসলিমদের ওপর চালানো হচ্ছে নির্বিচার হত্যাযজ্ঞ। যা বিশ্ব মানবতাকে করছে প্রশ্নবিদ্ধ। 
যাতে একসময় সংকটে পড়তে পারে বিশ্ব মানবতা, হারিয়ে যেতে পারে সহযোগিতা, সহমর্মিতা। তাই বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘের প্রতি প্রত্যাশা রেখে ফিলিস্তিনের ওপর সব ধরনের নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়ার আহ্বান করেন সাধারণ শিক্ষার্থীরা।

Place your advertisement here
Place your advertisement here