• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

অ্যামাজনে প্রকৌশলী হিসেবে যোগ দিলেন হাবিপ্রবির খায়রুল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী খায়রুল বাসার। অ্যামাজন কর্তৃপক্ষ গত ২৬ জুলাই ই-মেইলের মাধ্যমে খায়রুলকে বিষয়টি নিশ্চিত করে এবং এরপর গত ৪ অক্টোবর তিনি অ্যামাজনের সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। 
 
খায়রুল বাশার নাটোরের নলডাঙ্গা এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি হাবিপ্রবির সিএসই বিভাগের ১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। এ্যামাজনে যোগ দেওয়ার আগে তিনি জার্মানির বার্লিনের ক্যাপগেমিনি ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন।  

অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ্। আমার বেশ ভালো লাগছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করার চেষ্টা করবো এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখবো। আমার এই সাফল্যের জন্য আমার পরিবার, শিক্ষক, সহপাঠী ও সহকর্মী সহ সকল শুভাকাংখীদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, আশা করছি সামনে বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠানে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কাজ করার সুযোগ পাবে।

অনুজদের উদ্দেশ্য খায়রুল বাশার বলেন, পরামর্শ থাকবে শুধুমাত্র সিজিপিএ'র দিকে ফোকাস না করে শেখার দিকে মনোযোগ দেওয়ার। প্রবলেম সলভ করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে।   

অ্যামাজনে দেওয়া ইন্টারভিউয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অ্যামাজনে ইন্টার্ভিউ দেওয়ার পর আমার মনে হইছিলো যে এবার আর হবে না। দ্বিতীয়বারের চেষ্টায় আমি ডাক পেয়েছি। মৌখিক পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয় এবং এরপর অনলাইন অ্যাসেসমেন্ট হয়েছে। এরপর ফোন স্ক্রিন ইন্টারভিউ এবং সবশেষে ভার্চুয়াল অনসাইটের চার ধাপের মৌখিক পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউয়ের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল।

তার এই সাফল্যে আনন্দিত হাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, আমি খায়রুল বাসারকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। কৃতি এই শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। খায়রুল বাসারের এই অর্জন আমাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা যোগাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। 

Place your advertisement here
Place your advertisement here