• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বেরোবির প্রশাসনিক ভবনসহ ভিসির বাংলোতে প্রবেশে নিষেধাজ্ঞা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ভবন ও ভিসির বাংলোতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে অনুমতি ছাড়া এসব ভবনে কেউ প্রবেশ করতে পারবে না। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সদ্য ঢাকায় অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৭৫তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই অফিস আদেশে প্রশাসন ভবন, ভিসির বাংলো, অ্যাকাডেমিক ভবন এবং শ্রেণিকক্ষের সামনে মিছিল-মিটিং, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন, স্লোগান, বক্তব্য প্রদান ও মৌন মিছিলসহ প্রতিবাদের অংশ হিসেবে তালা লাগিয়ে প্রতিবাদের কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাশাপাশি এই নোটিশের নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here