• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

জাবিতে কোটায় আবেদনের নিয়ম

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন কোটায় ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে।

চলুন জেনে নেয়া যাক আবেদন করার নিয়ম:

প্রথমে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট একাউন্ট থেকে অথবা এজেন্টের রকেট একাউন্ট থেকে ২০০/- টাকা জাবি ভর্তি সম্পর্কিত biller id ৩৪৩ তে জমা দিতে হবে। পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর বা এজেন্টের মোবাইলে ফিরতি এসএমএস-এর মাধ্যমে একটি Transaction id (txnid) আসবে।

ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ju-admission.org এর “কোটায় আবেদন” মেনু থেকে প্রাপ্ত Transaction id টি প্রদান করলে এবং Transaction id সঠিক হলে কোটার আবেদন ফরম আসবে।

অনলাইন আবেদন ফরমের আনুষঙ্গিক তথ্যসমূহ সঠিকভাবে পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রমাণস্বরূপ সনদপত্র (পিডিএফ/জেপিজি ফরম্যাটে এবং ফাইল সাইজ ৮০০ কেবি এর বেশী নয়) স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে। প্রিন্টেড কপি অবশ্যই শিক্ষা শাখায় জমা দিতে হবে।

ডিবিবিএল মোবাইল ব্যাংকিং রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া:

ক) ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট একাউন্টের মূল মেনুতে প্রবেশের জন্য *৩২২# ডায়াল করতে হবে।

খ) bill pay সিলেক্ট করতে হবে। তারপর Self সিলেক্ট করতে হবে।

গ) অতঃপর other সিলেক্ট করতে হবে।

ঘ) Biller id হিসেবে ৩৪৩ টাইপ করতে হবে।

ঙ) biller number হিসেবে আবেদনকারীর ভর্তি পরীক্ষার রোল নম্বর টাইপ করতে হবে ।

চ) amount হিসেবে সংশ্লিষ্ট ইউনিট নিবন্ধন ফি টাইপ করতে হবে।

ছ) এবার রকেট মোবাইল ব্যাংকিং পিন টাইপ করতে হবে।

জ) পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর বা এজেন্টের মোবাইলে ফিরতি এসএমএস এর

মাধ্যমে একটি Transaction id (txnid) আসবে। ঐ transaction id টি স্বযত্নে সংরক্ষণ করতে হবে ।

প্রসঙ্গত, জাবিতে প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার (ভাইবা) আগামী ১৮, ১৯, ২০ এবং ২২ নভেম্বরে অনুষ্ঠিত হবে। আর বিষয় পছন্দ ফরম পূরণ করতে হবে ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে।

Place your advertisement here
Place your advertisement here