• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

আরো ১৯ জনের করোনা শনাক্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। প্রতিদিনের মতো রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৬২৬ জনে। ভাইরাসটিতে শুক্রবারও ১৮ জন আক্রান্ত হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬০২ জনের নমুনা।

এ সময়ে শনাক্তের হার ৩ দশমিক ১৬ এবং এখন পর্যন্ত সর্বোচ্চ হার ১৩ দশমিক ২৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৭০।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৫১ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here