• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চমৎকার: তথ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। যুক্তরাষ্ট্র ৫১ বছর ধরে বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণসহ নানা সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশের সহযোগিতা নিয়েই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, পত্রিকায় এসেছে- যুক্তরাষ্ট্রের নাকি আরো স্যাংশনস (নিষেধাজ্ঞা) আসছে। এবারের তালিকায় নাকি রাজনীতিবিদরাও থাকছেন। যদিও এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আসলে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না।

তিনি আরো বলেন, কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই স্যাংশন দিয়ে রেখেছে। কিন্তু ইরানের সরকারের তো পতন ঘটেনি। কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্যাংশনস ছিল বহু বছর। অথচ কিউবাকে তারা টলাতেও পারেনি। মিয়ানমার-রাশিয়ার বিরুদ্ধেও বহু স্যাংশনস রয়েছে। কিন্তু এতে দেশগুলোর কোনো ক্ষতি হচ্ছে না। যারা এগুলো করছে, তাদেরও খুন একটা লাভ হচ্ছে না।

Place your advertisement here
Place your advertisement here