• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ভোগান্তি কমেছে হজযাত্রীদের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

এ বছর হজের সার্বিক কার্যক্রম বিগত যেকোনো বছরের তুলনায় অনেক বেশি আধুনিক ও সুষ্ঠু ব্যবস্থাপনা। আগের সব ভোগান্তিও নেই বলে জানিয়েছেন হজযাত্রীরা।

‘রোড টু মক্কা’ ইনিশিয়েটিভ  কার্যক্রমের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন হবে যাত্রীদের জেদ্দা অংশের ইমিগ্রেশন। সেই সঙ্গে পরিবহন, বাসস্থানের ব্যবস্থা, লাগেজের কোডিং ও স্ক্রিনিং সবকিছুই সম্পন্ন হবে সহজ উপায়ে।

হজযাত্রীরা জানান, কোনো ধরনের বাড়তি টাকা পয়সা খরচ করতে হয়নি। বিশেষ করে নারীদের জন্য ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক। অনলাইনভিত্তিক কার্যক্রম হওয়াতে সহজেই সবকিছু করতে পারছেন।
 
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজযাত্রীরা এখানে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। তাদের কষ্ট লাঘব হবে এবং ভোগান্তি কমে আসবে এ সুষ্ঠু ব্যবস্থাপনায়।

আগামী ২০ মে রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

Place your advertisement here
Place your advertisement here