• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান সুসংহত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) বাংলাদেশে আয়োজন করার মাধ্যমে আঞ্চলিক রাজনৈতিক পরিমণ্ডলে ভারত মহাসাগরীয় উপকূলবর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশের অংশীদারত্ব সুদৃঢ় হয়েছে। তিনি আরো বলেন, পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক বাস্তবতার নিরিখে এ সম্মেলন আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ অংশীদার হিসেবে বাংলাদেশের অবস্থান আরো সুসংহত হয়েছে।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স শেষে এক প্রেস ব্রিফিংয়ে ভার্চ্যুয়ালি এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ১৭টি দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী যোগ দিয়েছেন। এতে ৪০টি দেশের প্রতিনিধি ১৫৫ জন বিদেশি অতিথি অংশ নেন। সম্মেলন ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে হলেও সামগ্রিকভাবে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, সামুদ্রিক সম্পদে জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এই অঞ্চলে শান্তি বজায় রাখতে চায়। এখানে অংশগ্রহণকারী সবাই এটা চায়। এ নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনের মাধ্যমে একটি শুভ সূচনা হলো।

এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here