• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৪ কর্মকর্তা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

যুগ্মসচিব পদমর্যাদার ১১৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। শুক্রবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়।

পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখনো তাদের পদায়ন করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, চলতি বছরের শুরু থেকেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রক্রিয়া চলছিল। সবশেষ গত বছরের ৬ এপ্রিল ৯৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

এবারের পদোন্নতির ক্ষেত্রে ১৭তম ব্যাচকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর আগের ব্যাচের বঞ্চিত কিছু কর্মকর্তাও রয়েছেন।

বর্তমানে অতিরিক্ত সচিবের নিয়মিত পদ আছে ২১২টি। এর সঙ্গে সমপর্যায়ের বিভিন্ন দপ্তরে প্রেষণে (নির্ধারিত পদের বাইরে অন্যান্য দপ্তর বা সংস্থায় নিয়োগ) থাকা পদ আছে আরও প্রায় ১২৫টির মতো। সব মিলিয়ে অতিরিক্ত সচিবের পদ ৩৩৭টি।

Place your advertisement here
Place your advertisement here