• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

আলোকচিত্রী শহিদুল আলমের জামিন

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আলোকচিত্রী ড. শহিদুল আলমকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এই রায় ঘোষণা করেন বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন তারা।

এর আগে আলোকচিত্রী শহিদুল আলমের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলার  জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন হাইকোর্ট।

১ নভেম্বর হাইকোর্টের  একটি দ্বৈত বেঞ্চ জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিলে  ওই বেঞ্চে শহিদুল আলমের আইনজীবীরা আবেদনটি উপস্থাপন করেন, যা আজ বেলা দুইটায় শুনানির জন্য কার্যতালিকায় ছিল।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে উসকানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

গত ৫ আগস্ট রাতে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। এরপর থেকে তিনি কারাগারে আছেন। ওই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ ১১ সেপ্টেম্বরে শহিদুল আলমের জামিন নাকচ করেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here