• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

৫০ বছর পর রংপুরে মুক্ত হলো ৩০ অবরুদ্ধ পরিবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

৫০ বছর পর রাস্তা দখলমুক্ত করে নগরীর মাহিগঞ্জ চকবাজার এলাকার ৩০টি পরিবারকে অবরুদ্ধ জীবন থেকে মুক্ত করল রংপুর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সেখানে উচ্ছেদ অভিযান চালায়।

এ সময় রাস্তার ওপরে থাকা পাঁচটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজুল ইসলাম জানান, মেয়রের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন ও মেট্রোপুলিশ সহযোগিতা করছে। রাস্তায় অবৈধভাবে স্থাপনা করে বসতবাড়ি করায় ৩০টি পরিবার অবরুদ্ধ ছিল।

এই পরিবারগুলোর কেউ মারা গেলে বাড়ি থেকে লাশও বের করা যেত না। এখন তারা মুক্ত পরিবার। দীর্ঘ সময় ধরে সিটি করপোরেশনের রাস্তার ওপর অবৈধভাবে একটি পক্ষ এসব স্থাপনা তৈরি করে রাস্তাটি বন্ধ করে রেখেছিল। এ কারণে পেছনের ৩০টি পরিবার অবরুদ্ধ জীবনযাপন করছিল।

Place your advertisement here
Place your advertisement here