• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হেফাজতের নামে দুস্কর্ম-অত্যাচারীরা অমানুষ-স্বরাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২১  

Find us in facebook

Find us in facebook

যারা হেফাজতের নামে দুস্কর্ম, নিষ্ঠুরতা ও অত্যাচার করেছে তারা মানুষ নয় অমানুষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 
শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার মধুপুর গ্রামে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে এসে মন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। যারা হেফাজতের নামে দুস্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে এরা মানুষ নয় অমানুষ।

সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি নিজে এসে দেখে গেলাম। আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি। যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের প্রধানমন্ত্রী একজন মুসলমান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। সময় মতো তাহাজ্জুদ পড়েন। কোরআন পড়েন। তিনি কোরআন সুন্নাহর বাইরে কিছু করেন না।

এ সময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা, মেজর জেনারেল (অব.) একেএম হুমায়ুন কবির, মুন্সিগঞ্জের এসপি আব্দুল মোমেন, সিরাজদীখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২৮ মার্চ মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার মধুপুর গ্রামে রাজানগর ইউপির আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর কবীরের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে হেফাজতের নেতাকর্মীরা।

Place your advertisement here
Place your advertisement here