• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় সাতজনকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের হাকিমপুরে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুখে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি না মানা ও গণপরিবহনে নির্ধারিত যাত্রীর বেশি তোলায় সাতজনকে ২৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, রাত ৯টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করতে শুক্রবার জুমার নামাজের দিন মসজিদে মসজিদে মুসল্লিদের তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাতে গিয়ে জনগণকে সচেতন করা হয়েছে এবং সেখানে লোকসমাগম ঠেকাতে নিয়মিত টহল বাড়ানো হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম নুর-এ আলম জানান, সম্প্রতি সরকার কর্তৃক নির্দেশনা জারির পর থেকে উপজেলার পৌর এলাকা ও তিনটি ইউনিয়নে করোনা সতর্কতায় মাইকিং করা হয়েছে এবং এর পাশাপাশি ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here