• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

হত্যা-গুমের ওপরই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত- তথ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

হত্যা-গুমের ওপরই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি পুরো দলটাই তো হত্যার রাজনীতির ওপর প্রতিষ্ঠিত। জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। হত্যার মাধ্যমেই জিয়াউর রহমানের উত্থান। হত্যার মাধ্যমেই তিনি ক্ষমতায় টিকেছিল। 

তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারও করেনি। জিয়াউর রহমানের হত্যার পর তারা আব্দুস সাত্তারের নেতৃত্বে একবার ও খালেদা জিয়ার নেতৃত্বে দুইবার ক্ষমতায় ছিল, তখনো তারা জিয়া হত্যার বিচার করেনি।

বিএনপি আমলে দেশে যে গুম-খুন হয়েছে, সেটি নজিরবিহীন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পর ২০০২ সালে অপারেশন ক্লিনহার্ট পরিচালনা করা হয়েছিল। তখন ডজন-ডজন মানুষ হত্যা করা হয়েছে। সেই সব হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য আবার সংসদে ইমডেমনেটি দেয়া হয়েছিল। অর্থাৎ এই সব হত্যাকাণ্ডের বিচার হবে না। 

যেভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৯ সালের পার্লামেন্টে তারা হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল। একই কাজ খালেদা জিয়া করেছিল ২০০২ সালে। 

‘যাদের রাজনীতিটাই হত্যার ওপর প্রতিষ্ঠিত, তারা যখন এ নিয়ে কথা বলেন তখন সেটি হাস্যকর হয়ে দাঁড়ায়’ বলেও মন্তব্য করেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here