• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সড়ক নির্মাণে অনিয়ম: সকালে অভিযোগ বিকেলে তদন্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডেম্বুর বাড়ি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি সংবাদ শনিবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিকেলে তদন্ত করতে আসেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী। এ সময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলী নজীর হোসেনকে নির্দেশ দিয়েছেন।

হাতীবান্ধা উপজেলা পরিষদের উওর পাশে ‘সূচনা’ সিনেমা হলের পশ্চিম পাশে ডেম্বুর বাড়ি থেকে লোকমানের বাড়ি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি মোতাহার হোসেন। সড়কটি নির্মাণের দায়িত্ব পায় সজীব নামে এক ঠিকাদার। 

২০১৮ সালের ৭ অক্টোবর ৬৭০ মিটার এ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও দীর্ঘ দুই বছরে তা নির্মাণ করা হয়নি। ১৫ দিন আগে সড়কটি কার্পেটিং করা হয়। কার্পেটিং কাজ রাতে করায় ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ১৫ দিনের মধ্যে কার্পেটিং উঠে যেতে থাকে।

বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন বিভিন্ন দফতরে অভিযোগ করলে গত শুক্রবার বিকেলে হঠাৎ করে ঠিকাদারের লোকজন গোটা সড়কে কেরোসিন স্প্রে করে বালু ছিড়িয়ে সড়ক সংস্কার করেন। যা দেখে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

লালমনিরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলী নজীর হোসেনকে নিদের্শ দেয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here