• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

স্বপ্নের ঘর পাচ্ছে দিনাজপুরের ২১৫ পরিবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ২১৫টি দরিদ্র পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে গৃহহীনদের এসব স্বপ্নের বাড়ি। চারদিকে ইটের দেয়াল আর লাল টিনের ছাউনিতে তৈরি ঘরগুলো যেন উঁকি দিচ্ছে।

উপজেলার ইসবপুর ইউনিয়নের নয়াপাড়া ও দক্ষিণ নগর গ্রামসহ পাঁচটি পয়েন্টে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪৩টি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরগুলো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে লাল রঙের টিন। দুই কক্ষের বাড়িতে রয়েছে একটি রান্নাঘর ও টয়লেট। বাড়িগুলোর নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এখন চলছে রঙ ও দরজা জানালার কাজ। আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিরিরবন্দরে এ আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, ঘরগুলো নির্মাণ কাজের শুরু থেকে ইউএনও আয়েশা সিদ্দীকা নিজেই দেখভাল করছেন। কাজে যেন কোনো ধরনের অনিয়ম না হয় সেদিকে সবসময় নজর রাখছেন তিনি।

ইউএনও আয়েশা সিদ্দীকা বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিরিরবন্দর উপজেলায় ঘর পাচ্ছে ২১৫টি দরিদ্র পরিবার। কাজ শেষ হলে দ্রুতই ঘরগুলো বুঝিয়ে দেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here