• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

`সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণে বাধা মাদককে রুখতে হবে`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

মাদকের নেশায় মানুষের স্বপ্ন ধ্বংস হচ্ছে বলে জানিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণে বাধা মাদককে রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার।

তিনি বলেন, মানুষের স্বপ্ন ধ্বংস হচ্ছে মাদকের নেশায়। মাদকাসক্ত জীবনে সুখ শান্তি নেই। ভালো থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য মাদককে না বলুন। জীবনকে ভালোবাসুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ করতে হবে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।

Place your advertisement here
Place your advertisement here