• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

সৈয়দপুরে জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে টিউবওয়েল বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ১৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকার অসহায় ও হতদরিদ্র ৬০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ২০১৯-২০২০ইং অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দকৃত অর্থে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে টিউবওয়েলগুলি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নীলফামারীর জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের  সদস্যদের হাতে টিউবওয়েলগুলো তুলে দেন।

এ সময় নীলফামারী জেলা পরিষদের ১৩ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য মো. শামীম চৌধুরী, সহকারি প্রকৌশলী মো. রবিউল ইসলাম, সৈয়দপুর উপজেলার কাশিরার বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, সংশ্লিষ্ট ইউপি অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, জেলা পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডে আওতাধীন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর এবং কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলী, নিতাই ও পুঁটিমারী ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ৬০টি টিউবওয়েল বিতরণ করা হয়। 

Place your advertisement here
Place your advertisement here