• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সারাদেশে কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী কমেছে ১৪৬ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ২২ শতাংশ কমেছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে রাজধানীর মাত্র ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। ক্রমেই এই সংখ্যা কমে আসছে। একই সময়ে ঢাকার বাইরে এক হাজার ৭১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। সারাদেশে মোট ভর্তি রয়েছেন দুই হাজার ৯৯৬ জন।

ডেঙ্গুতে নিশ্চিত মৃত ৬০ জনের তথ্য বিশ্লেষণ করে আইইডিসিআরের বিশেষজ্ঞরা জানান, ৬০ জনের মধ্যে ৪০ জনের ডেঙ্গু শক সিন্ড্রোম এবং সাত জনের হেমোরেজিক জ্বর ছিল। ২৩ জনের মধ্যে এর আগে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪, মিটফোর্ডে ২২, ঢাকা শিশু হাসপাতালে ২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৫, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২, সম্মিলিত সামরিক হাসপাতাল ৪ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ৭ এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল সহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ১০৮ জন ভর্তি রয়েছেন। বেসরকারি হাসপাতালে রয়েছেন ৪৮ জন।

ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগের অন্য এলাকায় ৭৯, চট্টগ্রাম বিভাগে ৪৬, খুলনায় ১৪৩, রংপুরে ৮, রাজশাহীতে ৩০, বরিশালে ৪৯, সিলেটে ৯ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

Place your advertisement here
Place your advertisement here