• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সামান্য ভুলে হারিয়ে গেল জীবনের দশ বছর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

জীবনের ১০ টি বছর সামান্য ভুলে হারিয়ে গেল সিদ্দিক হোসেন নামের এক বৃদ্ধের। তবে দীর্ঘদিন পর বাড়ি ফিরলেন সেই বৃদ্ধ। এতে তাকে ফিরে পেয়ে আপ্লুত হয়েছেন স্ত্রী রশিদা ও মেয়ে শিরিনা। বৃহস্পতিবার বিকেলে রংপুরের হারাগাছ থানায় ওই বৃদ্ধকে স্বজনদের হাতে হস্তান্তর করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকি ইবনু মিনান।

কাজী মুত্তাকি ইবনু মিনান বলেন, লালমনিরহাটের আদিতমারীর খারুভাজ গ্রামের বৃদ্ধ সিদ্দিক হোসেন। প্রায় ১০ বছর আগে বাড়ি থেকে বের হন তিনি। তখন পথ ভুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। বেশ কয়েকদিন আগে সেই ভবঘুরে জীবনের সমাপ্তি হয়। হারাগাছের বাহারকাছনা এলাকায় বৃদ্ধ সিদ্দিককে উদ্ধার করে চিকিৎসা করান স্থানীয় জাহেদুল।

এরপর তিনি থানায় একটি জিডি করেন। সেই জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন থানায় খবর ও স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা চান হারাগাছ থানার ওসি রেজাউল করিম। অবশেষে ওই বৃদ্ধের স্ত্রী ও মেয়ের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে স্বজনদের কাছে বৃদ্ধকে হস্তান্তর করা হয়েছে। এতে তারা আপ্লুত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ ও হারাগাছ থানার ওসি।

Place your advertisement here
Place your advertisement here