• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সরকার শিক্ষাখাতের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে: রাঙ্গা

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় কাশিয়াবাড়ি চর ঈশরকুল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে বেশি গুরুত্বারোপ করা হয়েছে। উন্নত শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষিত জনবল দিয়ে দেশের উন্নয়ন সম্ভব। সরকার সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে। 

আগামী পাঁচ বছরের মধ্যে গঙ্গাচড়ার অসম্পূর্ণ কাজগুলো শেষ হবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক এই প্রতিমন্ত্রী জানান, গঙ্গাচড়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লেগেছে। এই উন্নয়ন মানুষের ভাগ্য বদলের উন্নয়ন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা জাপার সভাপতি হাজী শামছুল আলম, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হাদি, চর ঈশরকুল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ।

গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।  

Place your advertisement here
Place your advertisement here