• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সন্ত্রাসী রাজনীতি থেকে বের হতে পারেনি বিএনপিঃ তথ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখনো সন্ত্রাসী রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি। যদি এ থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে জনগণ থেকে বিএনপির যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, তা আরো বাড়বে। ভবিষ্যতে জনগণের শত্রু হিসেবে পরিণত হবে তারা।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাস আশ্রয়ে ভাঙচুর, ধ্বংসাত্মক ও পেট্রোল বোমার রাজনীতি থেকে বেরিয়ে আসেনি। তারা আন্দোলনের নামে হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনাই প্রমাণ করে তারা সুযোগ পেলেই ছোবল দেবে।

হলি আর্টিজানের মামলার রায় প্রকাশে বিএনপি’র আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না থাকা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অতীতে যখনই জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে, তখনই তারা এ নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি খালেদা জিয়া কিছুদিন আগে বলেছেন কিছু লোককে ধরে নিয়ে আটক করে রাখা হয়, আর তাদের চুল দাড়ি লম্বা হয়ে গেলে জঙ্গি হিসেবে চালিয়ে দেয় সরকার। যখনই কোনো জঙ্গির অ্যানকাউন্টারে মৃত্যুর ঘটনা ঘটেছে, তখনই বিএনপির শীর্ষ নেতারা প্রশ্ন তুলেছেন। অর্থাৎ জঙ্গিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপি প্রশ্রয় দিয়েছে, সহযোগিতাও করেছে।

Place your advertisement here
Place your advertisement here