• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

শীতের অফিসিয়াল ড্রেসআপ এর প্রস্তুতি

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। এই সময়টাতে সাধারণত খুব সকালেই অফিসের জন্য বের হতে হয়। কনকনে শীতের সকালে অফিসে বেরোনোর সময়  শুধু গরম কাপড় দিয়ে নিজেকে আপাদমস্তক ঢেকে রাখলেই চলবে না! আপনাকে হালনাগাদ ফ্যাশানের দিকেও খেয়াল রাখতে হবে নতুবা,আপনার সব স্টাইল ফিকে মনে হবে। বিশেষ করে অফিসে অন্যদের চেয়ে আপনার নিজের কাছে নিজেকে হেয় মনে হবে। তাই শীতের পোশাক পড়বেন সচেতনতার সঙ্গে। যেমন একদিকে রক্ষা পাওয়া যাবে শীতের থাবা থেকে,পাশাপাশি বজায় থাকবে ফ্যাশনও।

ফর্মাল শার্ট এবং ব্লেজার

শীতে নিজেকে মানানসই করতে ফর্মাল শার্টের সাথে ব্লেজার পরতে পারেন। সাধারণ মানের শার্ট হলেও চলবে তবে অবশ্যই সেটা আয়রন করে নিতে হবে। তাতে আপনাকে দেখতে স্মার্ট দেখতে লাগবে। অফিসের জন্য ছেলেডেড় শার্ট এর সঙ্গে ব্লেজার পড়লে বেশ মানায়। এ ধারায় পিছিয়ে নেই নারীরাও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও শীতে অফিসে যাওয়ার জন্য স্টাইলিশ ব্লেজার পরে। শীতে অফিসের জন্য ফ্যাশন ডিজাইনাররা নানা রকম ডিজাইনের ব্লেজার তৈরি করে থাকেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী সেরাটি বেছে নিন।

সোয়েটার

শীতে ফ্যাশন ও সৌন্দর্য্য দুটাই রক্ষা করবে সোয়েটার। শীতে পোশাকের উপরে সোয়েটার পরে অনায়াসে অফিসে যাওয়া যায়। শীতের প্রকোপ কাছে আসতে পারবে না সোয়েটার পরলে। ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই সোয়েটার উপযোগী। বাজারে নানা কালারের সোয়েটার পাওয়া যাচ্ছে আপনি ইচ্ছে মত আপনারটি কিনে নিতে পারেন। শীতের সোয়েটারের দাম খুব একটা বেশি পড়বে না। আপনার বাজেট অনুযায়ী আপনার এলাকায় যেকোন পোশাকের বাজার থেকে কিনে নিতে পারেন।

ওয়েস্ট কোট

কিছু পোশাক কখনওই আউটডেটেড ফ্যাশন হয় না। এগুলোর মধ্যে অন্যতম ওয়েস্ট কোট। ওয়েট কোটের চাহিদা আগেও বেশ ছিল এখনও বেশ আছে। যে কোনও অনুষ্ঠানে ওয়েস্ট কোট দিব্যি মানিয়ে যায়। শার্ট, কুর্তার সঙ্গে দারুণভাবে মানিয়ে যায় ওয়েস্ট কোট। শুধু সঠিকভাবে মিক্স অ্যান্ড ম্যাচ ব্যাপারটা খেয়াল করতে হবে। সঠিক ওয়েস্ট কোট বেছে নিতে হবে। ওয়েস্ট কোটের গুরুত্বপূর্ন ব্যাপারটাই ফিটিংস। ফিটিংস সঠিক না থাকলে ওয়েস্ট কোট পরার মানেই হয় না। পলিয়েস্টারের মতো চকচকে কাপড়ের ওয়েস্ট কোট পড়া এড়িয়ে যাবেন। সুতির ওয়েস্ট কোট বেছে নিন। পরতে পারেন টুইড কাপড়ের ওয়েস্ট কোট।  

জ্যাকেট অথবা ফ্যাশনেবল শাল

শীতে অফিসের জন্য ছেলে মেয়ে যে কেউ জ্যাকেট পরতে পারেন। যাদের ফ্যাশনেবল শাল পছন্দ তারা সেটা পরতে পারেন। বাজারে কিছু জ্যাকেটের কাটিং প্যাটার্নের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। চাহিদা অনুযায়ী কিছু জ্যাকেট সামনে খোলা। তাতে হয়তো বোতাম অথবা ফিতা ব্যবহার করা হয়েছে আটকানোর জন্য। আপনার পছন্দ অনুযায়ী অফিসের সাথে মানানসই জ্যাকেট কিনে নিন। শাল কিনলে একটু ফ্যাশনেবল শাল কেনাই উত্তম। যেনো শীতও মরবে আবার আপনার ফ্যাশনও ঠিক থাকবে।

Place your advertisement here
Place your advertisement here