• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো: নিহত ৪

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২৯ মিনিটে দেশটির ওয়াক্সাকা অঙ্গরাজ্যের হুয়াতুলকো শহরে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। মঙ্গলবার দেশটির ভূতাত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।

দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন রাষ্ট্র-পরিচালিত তেল কোম্পানি পেমেক্সের কর্মী। মাথায় শিলা পড়ে তিনি নিহত হন।

ওয়াক্সাকা পাহাড়বেষ্টিত একটি শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যায়, শিলায় ছবিতে দেখা ছেয়ে গেছে পাহাড়ি রাস্তাগুলো। ভূমিকম্পে স্থানীয় একটি ক্লিনিক ও কয়েকটি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর বলেছেন, ভূমিকম্পে ভূমিধসে হুয়াতুলকোতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। তবে ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর ও তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি। দেশটির সিভিল ডিফেন্স প্রধানের সঙ্গে ফোনে কথোপকথনে এসব কথা বলেন প্রেসিডেন্ট অরবাডর।

Place your advertisement here
Place your advertisement here