• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

লালমনিরহাটে ৬ ইউনিয়নের উপ-নির্বাচন ২০ অক্টোবর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের ৬টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর লালমনিরহাটের এ ৬টি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক আবু জাফর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি সময়ে করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান, পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম রোকন, কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খ ক শফিকুল ইসলাম মারা যান। এছাড়া বিভিন্ন রোগে মদাতী ইউনিয়নের ২ ওয়ার্ড সদস্য আবদুল লতিফ, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মারা যান। ফলে ওই সব শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২০ অক্টোবর ওই পদের বিপরীতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, নির্বাচন সংক্রান্ত পত্র হাতে পাওয়ার পর পরই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি।

Place your advertisement here
Place your advertisement here