• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে দরিদ্র মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

Find us in facebook

Find us in facebook

দেশের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে ত্রান বিতরন শুরু করেছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বুধবার(২৩ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর  তীরবর্তি পশ্চিম বডুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জে লা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান।

জানা গেছে, করোনা সংক্রমন রোধে সরকার সারা দেশে লকডাউন ঘোষনা করায় কর্মহীন হয়ে পড়ে শ্রমজীবি মানুষ। এসব কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহন করেন দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ইষ্ট ওয়েষ্ট মিডিয়া হাউসের অঙ্গপ্রতিষ্ঠান দৈনিক কালের কন্ঠ পত্রিকার শুভ সংঘের মাধ্যমে সারা দেশে পৌছে যাচ্ছে এসব ত্রাণ। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটে বিতরনের মধ্য দিয়ে ত্রাণ বিতরন শুরু হয়।

লালমনিরহাটের নদীপাড়ের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন মানুষের খাদ্য সংকটের গুরুত্ব অনুধাবন করে এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু করে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শুধু প্রত্যন্ত অঞ্চলেই নয়, লকডাউনে কর্মহীন শহরের শ্রমজীবিদের মাঝেও এসব ত্রাণ পৌছে দিচ্ছে দৈনিক কালের কন্ঠের শুভ সংঘ।

বসুন্ধরার ত্রাণ পেয়ে আনন্দিত পশ্চিম বডুয়া গ্রামের সুজিতা বলেন, কয়েক দিন পরে ঘরে বানের (বন্যার) পানি ডুকবে। ঘরের শুকনা খাবার আগেই শেষ হয়েছে। আজকের এই শুকনা খাবারই থাকবে বন্যার দিনের জন্য। যারা ত্রাণ দিছে ভগবান তাদের ভাল করবেন।

লালমনিরহাট পৌরসভার মানু শেখ (৭০) বলেন, লকডাউনের কারনে আয় রোজগার নেই। পেট তো বুঝে না লকডাউন। পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। ত্রাণটা বড় উপকার হইলো বাহে। যারা ত্রাণ দিছে আল্লাহ তার মঙ্গল করুক, তার পরিবার সুখে থাকুক।

বুধবার দুপুরে ভারতীয় সীমান্তবর্তী  সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা পাড়ের পশ্চিম বডুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এসময় তিনি বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বের অনেক দেশের ন্যায় বাংলাদেশে লকডাউন ঘোষনা করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন ঘোষনা করেই বসে থাকেননি। কর্মহীন মানুষরা যাতে সমস্যায় না পড়েন। তাই খাদ্য সহায়তাসহ অনলাইনের মাধ্যমে নগদ অর্থও বিতরণ করেছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহবানে কর্মহীনদের পাশে দাঁড়ানো বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। লকডাউনে কর্মহীনদের পাশে দাঁড়াতে অন্য সকল শিল্প প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠ শুভ সংঘের লালমনিরহাট জেলার উপদেষ্টা কবি ও সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি, প্রেস ক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সাধারন সম্পাদক আশিকুর রহমাস ডিফেন্স, সাংবাদিক তন্ময় আহমেদ নয়ন প্রমুখ।

এর আগে সকালে লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া ঈদগা মাঠে বসুন্ধরার ত্রাণ বিতরনের উদ্বোধন করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাশেদুল হক প্রধান। এ সময় তিনি বলেন, দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই প্রকৃত বন্ধু। করোনা কালিন দুর্যোগে ত্রাণ নিয়ে  কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপ আবারও প্রমান করলো তারা দেশের প্রকৃত বন্ধু। আগামী দিনেও এ ধারা অব্যহত রাখার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ  মোহন, সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন ও খোরশেদ আলম সাগর প্রমুখ। ত্রাণ বিতরনের দুই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু।

বসুন্ধরা গ্রুপ লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় ৩হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরন করবেন। পর্যাক্রমে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় পৌছে যাবে এসব ত্রাণ। প্রতিটি উপজেলায় ২/৩টি স্থানে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ পৌছে দেয়া হচ্ছে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা ও তেল।

Place your advertisement here
Place your advertisement here