• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

লালমনিরহাট পুলিশের উদ্যোগে জীবাণুনাশক টানেল স্থাপন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা পরিস্থিতিতে লালমনিরহাট পুলিশের উদ্যোগে লালমনিরহাট থানার প্রধান ফটকে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। এর ফলে বাইরে থেকে থানায় আসা ব্যক্তিরা টানেলের মধ্যে প্রবেশ করলেই শরীরে জীবাণুনাশক স্প্রে হবে। এতে করোনাসহ অন্যান্য রোগজীবাণু থানায় প্রবেশ করতে পারবে না।

বুধবার (২৭ মে) দুপুরে লালমনিরহাট থানার প্রধান ফটকে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মো. শফিকুল ইসলাম, সদর থানার ওসি মো. মাহফুজ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এরশাদুল আলম, পুলিশ পরিদর্শক (অপারেশন্স অ্যান্ড সিপি) শহিদুল ইসলাম, লালমনিরহাট গোশালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখছেদুর রহমান, মা মণি বস্ত্রালয়ের মো. কাওছার শেখ ।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি থানার প্রধান ফটকে জীবাণুনাশক এই ধরনের টানেল স্থাপন করা হচ্ছে। এর আগে গত ২০ মে একই রকম আরেকটি জীবাণুনাশক টানেল আদিতমারী থানার প্রধান ফটকে বসানো হয়েছে। এর এক সপ্তাহ পর লালমনিরহাট সদর থানার গেটে আরেকটি জীবাণুনাশক টানেল বসানো হলো।

Place your advertisement here
Place your advertisement here