• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রাবির ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন মারা গেছেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

Find us in facebook

Find us in facebook

ইমেরিটাস অধ্যাপক ড. ফখরুল ইসলামের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরেক ইমেরিটাস অধ্যাপককে হারালো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ফখরুল ইসলামের মৃত্যুর ১০ দিন না পেরোতেই এবার না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত ইতিহাসবিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ বি এম হোসেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। 

তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন রাবির প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। তিনি বলেন, গতরাতে প্রবীণ এই অধ্যাপক মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জেনেছি। কয়েকদিন আগে তিনি বাথরুমে পড়ে যান। এতে তার বুকের হাড় ভেঙে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

অধ্যাপক এবিএম হোসেনের পুরো নাম আবুল বাশার মোশারফ হোসেন। ১৯৩৪ সালে তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭২ সালে অধ্যাপক পদে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মাননাপ্রাপ্ত হন তিনি। ইতিহাস বিষয়ে তার ১১টি গ্রন্থ রয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে তিনি অসংখ্য গবেষণা করেছেন। ১৯৭৭ সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট নোবেল শান্তি পুরস্কারের জন্য গঠিত বোর্ডে ড. এবিএম হোসেনকে সদস্য মনোনীত করে। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির সম্মানিত আজীবন ফেলো।

Place your advertisement here
Place your advertisement here