• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলে বিড়ি বাজারজাত, আটক ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কালোবাজার থেকে সংগ্রহ করা নকল ব্যান্ডরোলে তৈরি করা বিড়ি বাজারজাত করার অভিযোগে রংপুরে মেনাজ ও পদ্মা বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে র‌্যাব-১৩। এতে পঁয়ষট্টি হাজার একশত পিচ বিড়ির নকল রাজস্ব ব্যান্ডরোলসহ একজনকে গ্রেফতার হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ রংপুরের সিপিএসসি’র কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন।

তিনি জানান, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গোপান সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ এলাকার মেনাজ ও পদ্মা বিড়ি কারখানায় (ফ্যাক্টরী) অভিযান পরিচালনা করে। এসময় আলামত পঁয়ষট্টি হাজার একশত পিচ বিড়ির নকল/জাল রাজস্ব ব্যান্ডরোল জব্দ করা হয়। যার মুদ্রা মূল্য মান চার লাখ ৫৫ হাজার ৭০০ টাকা।

এছাড়া অভিযান চলাকালে নগদ আটান্ন হাজার সাতশত পঞ্চাশ টাক এএইচএম মাহমুদ হাসান ওরুফে ডন (৩৪) নামে একজন অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৩’র কোম্পানী কমান্ডার মো. মোতাহার হোসেন আরও জানান, মেনাজ ও পদ্মা বিড়ির কারখানাতে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে এসব ব্যান্ডরোল কালোবাজার থেকে সংগ্রহ করে ব্যবহারের উদ্দেশ্যে সরবরাহ ও মজুদ রাখা হয়েছিল। গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here