• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

রমেকে নার্স ও চিকিৎসকদের হাতাহাতি, প্রত্যাশিত চিকিৎসা সেবা ব্যাহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নার্স ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে নার্সেস এসোসিয়েশন ও ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে হাসপাতাল পরিচালক ফরিদুর রহমান কার্যালয়ে বৈঠকে বসেছে দুই পক্ষ।

নার্স ও চিকিৎসকরা জানান, গতকাল সোমবার (২৫ নভেম্বর) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক রোগীকে চিকিৎসা দেয়াকে কেন্দ্র করে এক নার্স ও ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে আজ মঙ্গলবার সকালে ডেন্টাল ইউনিটের এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করে নার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এ ঘটনার পর থেকে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের তিক্ততার কারণে রোগীরা প্রত্যাশিত চিকিৎসা সেবা পাচ্ছেন না অভিযোগ উঠেছে। 

Place your advertisement here
Place your advertisement here