• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রমেকে আরো নতুন ৬১ জনের করোনা শনাক্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুর মেডিকেল কলেজে (রমেক) শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৬১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৭ জন, লালমনিরহাটে ১৯ জন, গাইবান্ধায় ১৬ জন, কুড়িগ্রামে ৭ জন, ঠাকুরগাঁওয়ের ১ জন ও বগুড়ার ১ জন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।

তিনি বলেন রংপুর জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁও রানীশংকৈলের এক শিশু (২), বগুড়া শিবগঞ্জের এক পুরুষ (৫৫), নগরীর দক্ষিণ বাবুখাঁর এক পুরুষ (৩২), অপর পুরুষ (৩২), খলিফাপাড়ার এক নারী (২৬), অপর নারী (৪৬), শালবনের এক নারী (৩২), স্টেশনের এক নারী (২৮), পাকারমাথার এক নারী (৪০), নুরপুরের এক পুরুষ (৫০), নীলকন্ঠের এক পুরুষ (৩২), নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক নারী (২৫), রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক নারী (৩৬), নুরপুরের এক নারী (২৪), অপর নারী (৫০), মাহিগঞ্জের এক পুরুষ (৩৫), মিঠাপুকুর থানার এক পুলিশ সদস্য (৩৪), মিঠাপুকুর গ্রামীন ব্যাংকে কর্মরত এক পুরুষ (৩৮), দূর্গাপুর চিতলি দক্ষিণপাড়ার এক পুরুষ (৩৫)।

লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৪৯), মহেন্দ্র নগরের এক পুুরুষ, তালুক হারাটির এক বৃদ্ধ (৬৫), এক নারী (৫০), বাবুপাড়ার এক পুরুষ (৩৫), গোকুন্ডার এক নারী (২২), মাস্টারপাড়ার এক যুবক (২৭), এক বৃদ্ধ (৬৪), পূর্ব ঠাকুরপাড়ার এক পুরুষ (৫০), আমবাড়ির এক পুরুষ, সরকারটারীর এক পুরুষ (৩৮), উকিলপাড়ার এক পুরুষ (৩৭), তালুক খুটামারার এক নারী (৪২), এক পুরুষ (৫০), জেলা প্রশাসক কার্যালয়ের এক পুরুষ , আদিমারী থানার এক পুলিশ সদস্য (৩৫), খিদাবাগের এক নারী (৫০), বালাটারীর এক বৃদ্ধ (৭০), আদিতমারী সাপ্টিবাড়ির এক নারী (৫০)।

গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, গাইবান্ধা পিবিআইয়ের এক পুলিশ সদস্য (৩৩), গাইবান্ধা পুলিশ লাইন্সের এক সদস্য (৪৪), গাইবান্ধা সদর হাসপাতালে রোডের এক যুবক (২৫), এক নারী (৩৮), সদর হাসপাতালের এক নার্স (২৭), পূর্ব কুপতোলার এক পুরুষ (৫৬), দাড়িয়াপুরের এক পুরুষ (৫২) গোবিন্দগঞ্জ মাস্টারপাড়ার এক যুবক (২৮), কাইয়াগঞ্জের এক পুরুষ (৩৫), মালিছাপাড়ার এক পুরুষ (৪২), ফারিয়ার এক যুবক (২৫), খারিটার এক পুরুষ (৩৮), হরিপুরের এক বৃদ্ধ (৬৩), পাখিরার এক যুবক (২৮), কুঠিবাড়ির এক বৃদ্ধ (৬২), সাদুল্ল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩৫)।

কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম সদর পৌরসভা নাজিরার এক পুরুষ (৪৮), রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩৭),  কাজীপাড়ার এক পুরুষ (৪০), রাজারহাট গোরিআসামের এক পুরুষ (৪৫), ফুলবাড়ির এক নারী (২৫) ও উলিপুর বামনাছাড়ার এক নারী (৩০)।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬১ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫২০ জন ও মারা গেছেন ৩২ জন।

Place your advertisement here
Place your advertisement here