• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরের পীরগাছায় ইয়াবা পাচারকালে এসআইসহ ৬ জন গ্রেপ্তার

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছা উপজেলায় ২৫০ পিস ইয়াবাসহ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক পাচারকালে পুলিশের এসআই গ্রেপ্তারের মাধ্যমে তা আবার প্রমাণ হলো এবং প্রমাণ হলো আইনের অনুশাসনে বাংলাদেশ। 

গ্রেপ্তার এসআই ইজ্জত আলী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় কর্মরত। এর আগে তিনি কুড়িগ্রাম সদরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের পঞ্চানন গ্রামে। গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন পীরগাছা উপজেলার জাদুলস্কর এলাকার মামুন মিয়া (২৫), আরিফ হোসেন (২৮), জিয়াউর রহমান (২৭), পিয়াল (৩০) ও অন্নদানগর এলাকার পিংকু (২৭)।

এসআইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অন্নদানগরে অভিযান চালানো হয়। সোমবার মধ্যরাতে হাতবদল হওয়া ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগাছা থানায় একটি মামলা করেছে। গ্রেপ্তার ছয়জনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here