• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রংপুরে শ্রেষ্ঠ দশ জয়িতাকে সংবর্ধনা প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

জীবন যুদ্ধে জয়ী হতে হতাশাকে পেছনে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা ইন্দ্রিরা এমপি।

তিনি বলেন, ঘরে বসে থেকে জয়ী হওয়া যায় না। হতাশাকে পেছন ফেলতে হবে। মানুষের জীবনে চলার পথে বাধা আসবেই। তাই বলে থেমে থাকা যাবে না। জয়ী হতে চাইলে নারীদের ঘর থেকে বের হতে হবে। পুরুষের পাশাপাশি নারীরা যত অগ্রসর হবে, দেশ ততই উন্নত হবে।

বুধবার দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে রংপুর বিভাগের শ্রেষ্ঠ ১০ জয়িতাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।

বেগম ফজিলাতুন নেছা ইন্দ্রিরা বলেন, যারা বাধাকে ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাবার জন্য সব সময় লড়াই করেছেন আজকেই তারাই জীবন যুদ্ধে জয়ী। এ যুদ্ধ কারো জন্য থেমে থাকে না। যার সামনে এগিয়ে স্বপ্ন ও সংকল্প থাকবে, তারাই সংগ্রাম করে এগিয়ে যাবে। এক্ষেত্রে নারীদের আরো এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক এই আয়োজনে রংপুর বিভাগের আট জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনকে নির্বাচিত করা হয়। প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর নির্বাচিত ৪০ থেকে সেরা ১০ জয়িতাকে নির্বাচিত করা হয়। এদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ৫ জনকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ প্রদান করা হয়। এর আগে প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ স্ক্রিনিং ল্যাব পরিদর্শন করেন। এ সময় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসরা উপস্থিত ছিলেন ।

Place your advertisement here
Place your advertisement here