• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে শহিদ শংকু সমজদার দিবস পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

মুক্তিযুদ্ধে প্রথম শহিদ শংকু সমজদার দিবস উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতনে, মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ এবং প্রধান আলোচক হিসেবে রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মো: মোছাদ্দেক হোসেন বাবলু উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা শহিদ শংকুর স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগ গ্রহণের আহবান জানান। বক্তারা দাবি করেন, শহিদ শংকুর সাহসীকতার গল্প আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমি’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিককর্মী, নাট্যব্যক্তিত্ব ও সমাজসেবক ডা. মফিজুল ইসলাম মান্টু, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক মো: শাহ আলম, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আফিফা ইশরত চেতনা প্রমুখ।

স্কুলের শিক্ষক শারমিন আক্তার ও রওজাতুন নাহার প্রেমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেরদৌস আক্তার।

অনুষ্ঠানে মাইশা তারান্নুম, কুয়াশা আক্তার এশা, প্রযুক্তা অক্ষর, ফাতেমা-তুজ-জোহরা বৃষ্টি, সফুরা খাতুন ও ফারহানা আক্তার বীথি নৃত্য, সংগীত ও আবৃত্তি উপস্থাপন করেন।

Place your advertisement here
Place your advertisement here