• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে র‌্যাবের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা: নকল মসলা জব্দ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী চালের মূল্য বৃদ্ধির চেষ্টা করছে। 

এরই প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহায়তায় উলি­খিত ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী পণ্যের মূল্য তালিকা না রাখায় জনতা চাউল ঘর এর মালিক মোঃ আঃ মান্নানকে চার হাজার টাকা, সামাদ চাল আড়ৎ এর মালিক মোঃ শাহ আলমকে দুই হাজার টাকা, রিনা চাউল ঘর এর মালিক মোঃ মুজিবুর রহমানকে চার হাজার টাকা, মমিনুল ট্রেডার্স ঘর এর মালিক মোঃ বাদশা মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে, রংপুর কোতয়ালী থানার জিএল রায় রোড এলাকায় অভিযান চালিয়ে ০১ টি ব্যবসায় প্রতিষ্ঠানের অন্তর্ভূক্ত আলম ডাল মিলস ও আলম মসলা মিলস এর বিরুদ্ধেমিথ্যা বিজ্ঞাপণ দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে জরিমানা করা হয়। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করে মিথ্যা বিজ্ঞাপণ দিয়ে প, সাং- জিএল রায় রোড, থানা- কোতায়ালী, রংপুর’কে যথাক্রমে বিশ হাজার টাকা ও দশ হাজার টাকা জড়িমানা ও বিপুল পরিমাণ নকল মসলা জব্দ এবং ধ্বংশ করা হয়।

Place your advertisement here
Place your advertisement here