• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে মৎস্যজীবীদের মাঝে ঋণ তহবিল প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ঋণ তহবিল প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মিঠাপুকুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের তুলসিডাঙ্গা বিলে বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক আসিব আহসান। 

এরপর সেখানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং সারা বাংলা কৃষক সোসাইটির উদ্যোগে তুলসিডাঙ্গা বিল সমাজভিত্তিক সমবায় সমিতি লিমিটেডকে ১৫ লাখ ১২ হাজার টাকার এমএমআই ঘুর্ণায়মান ঋণ তহবিল প্রদান করা হয়। 

জেলা মৎস কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা কর্মকর্তা মামুন ভূঁইয়াসহ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, মৎস বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস চাষীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তুলসিডাঙ্গা বিল সমাজভিত্তিক সমবায় সমিতি লিমিটেডের মত জোতষষ্ঠী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ও বড় হযরতপুর ইউনিয়ন মৎসজীবী সমবায় সমিতি লিঃ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র সহযোগিতায় পর্যায়ক্রমে মূল্যায়নের ভিত্তিতে ১৮ লাখ ৪৮ হাজার টাকা পাবে। এ তহবিল তারা রুরাল ইনভেস্ট টুল ব্যবহার করে তৈরীকৃত বিলে মাছ চাষের ব্যবসা পরিকল্পনা অনুসরণ করে খরচ করবে। সেই সাথে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল সদস্যের টেকসই উন্নয়নের জন্য এ তহবিল ব্যবহার করতে হবে। 

Place your advertisement here
Place your advertisement here