• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে মার্কেটে আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর নগরীর নিউ জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ মার্চ) সকালের এ অগ্নিকাণ্ডে ১৫টি দোকানের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদারা জানিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।

মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন জানান, ওই মার্কেটে প্রায় সকলেই কাপড় ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ৬টার দিকে মার্কেটে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের দুই লাইনের ১৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট এবং পরে আরো দুইটি ইউনিটসহ মোট ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নন তারা।

Place your advertisement here
Place your advertisement here