• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

রংপুরে ডাক্তার-নার্স-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির হার বেড়েছে

দৈনিক রংপুর

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরে কর্মস্থলে ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির হার বেড়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর রংপুর স্বাস্থ্য বিভাগ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শন করেন। অনুপস্থিত থাকার কারণে গত এক সপ্তাহে কমপক্ষে ৫০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এ ধরনের ঝটিকা অভিযানের ফলে হাসপাতালগুলোতে ডাক্তার, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি বেড়েছে বলে দাবি করছেন স্বাস্থ্য বিভাগ।  

গত মঙ্গলবার সকাল ৮টায় সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম কাউনিয়া স্বাস্ব্য কমপ্লেক্স পরিদর্শনে যায়। সেখানে গিয়ে পরিদর্শন টিম একজন ডাক্তার, একজন নার্স ও বাগানের দায়িত্বরত একজনকে অনুপস্থিত দেখতে পান। কেন তারা যথা সময়ে উপস্থিত হতে পারেননি এ জন্য তাদের কারণ দশানোর নোটিশ দেয়া হয়। 

এর আগে মিঠাপুকুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন কর্মকর্তা- কর্মচারির মধ্যে ৩০ জন নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা আকস্মিক পরিদর্শনে এসে তাদের অনুপস্থিত দেখতে পান। অনুপস্থিত ওইসব কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি তাদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।  

গত এক সপ্তাহে রংপুর স্বাস্থ্যবিভাগ রংপুর, দিনাজপুর. ও কুড়িগ্রামের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিান চালায়।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর আমরা প্রতিদিনই হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করছি।  গত এক সপ্তাহে তিন জেলা পরিদর্শন করেছি। আগের চেয়ে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেক বেড়েছে বলে তিনি দাবি করেন। 

সিভিল সার্জন ডা.আবু জাফর মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, এ সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। তাই জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা কাজ করছি। কর্মস্থলে কোনোপ্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না। আমরা প্রতিদিনই ভ্রাম্যমাণ টিম করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করছি। কোথাও অনিয়ম দেখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। 

তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও রোগীদের সেবার মান নিশ্চিত করতে অভিযান চালানো হবে। তিনি এজন্য জনবল বৃদ্ধির জন্য সরকারের দৃষ্টি আর্কষণ করেন।

Place your advertisement here
Place your advertisement here