• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে জমে উঠেছে প্রথম বিভাগ ভলিবল লীগ

দৈনিক রংপুর

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘ ১৭ বছর পর রংপুর জিমন্যাসিয়াম ভলিবল মাঠে শুরু হওয়া প্রথম বিভাগ ভলিবল লীগ জমে উঠেছে। দীর্ঘদিন পর এ ধরণের ভলিবল লীগ শুরু হওয়ায় ভলিবল উন্মাদনায় ভাসছে রংপুরবাসী।

এবারের লীগে জেলার ১০টি ক্লাব অংশগ্রহণ করায় ভলিবল খেলোয়াড়দের মাঝেও উন্মাদনার বাতাস বইছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি করে দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আর নিজ নিজ ক্লাব ও পছন্দের দলকে সমর্থন জানাতে প্রতিদিনই দর্শকপূর্ণ থাকছে গ্যালারি।


এর আগে জেলা ক্রীড়া সংস্থার ব্যবহস্থাপনায় ও সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’ এর পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর স্টেডিয়ামে এই লীগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম ও রংপুর জেলা ও বিভাগীয় ক্রিড়া সংস্থার কর্মকর্তারা। আগামী ১৪ ডিসেম্বর এ লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Place your advertisement here
Place your advertisement here