• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

রংপুরে কন্যাকে বাবার ধর্ষণ: বিচারের দাবিতে মানববন্ধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবা তইজার রহমানের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হারাগাছ উত্তর ঠাঁকুরদাস এলাকাবাসীর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক পলাশ কান্তি নাগ, সাংস্কৃতিক কর্মী নাসির হোসেন সুমন, সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, সমাজকর্মী সালাউদ্দিন বাবু, গোলাপী বেগম, ধর্ষিতার মামা দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ। 

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, পিতার কাছে যদি কন্যা ধর্ষিত হয় তাহলে নারীদের নিরাপত্তা কোথায়। ঘরে-বাইরে কোথাও নারী নিরাপদ নয়। এই ধর্ষণের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর হারাগাছ থানায় মামলা করা হলে বাদী ধর্ষিতার মামা দেলোয়ার হোসেনকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। এসময় অবিলম্বে ধর্ষক তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদকে স্মারকলিপি প্রদান করা হয়।

Place your advertisement here
Place your advertisement here