• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে ঐক্যফ্রন্ট প্রার্থীর লিগ্যাল নোটিশ

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীর মনোনয়ন ফরম জমা না নেয়ায় বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গোলাম রব্বানীর আইনজীবী মুহাম্মাদ বায়েজীদ ওসমানী জানান, কেন গোলাম রব্বানীর মনোনয়ন ফরম জমা নেয়া হলো না এ মর্মে আগামী রোববার রিট পিটিশন হবে। গোলাম রব্বানীর মনোনয়ন জমা না নেয়ায় মিঠাপুকুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ওই আসনে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি রংপুর মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু অভিযোগ করে বলেন, মিঠাপুকুর আসনে বিএনপির এ প্রার্থীর ব্যাপক গ্রহণযোগ্য থাকায় আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হবে বিধায় তারা কৌশল গোলাম রব্বানীর মনোনয়ন দাখিল করতে দেয়নি। তাকে বাদ দিয়ে এ আসনে নির্বাচন মেনে নেবে না নেতাকর্মীরা।

জামায়াত নেতা গোলাম রব্বানী মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদটিও চলে যায় জামায়াতের দখলে। গত সংসদ নির্বাচনে জামায়াতের সহিংস আন্দোলনের কারণে বিভিন্ন মামলার আসামি গোলাম রাব্বানী। তিনি সাড়ে ৪ বছর জেলে থাকার পর তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। গোলাম রব্বানী মিঠাপুকুর ডিগ্রী কলেজের ভূতপূর্ব শিক্ষক।

Place your advertisement here
Place your advertisement here