• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রংপুরে আসছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী মুনমুন মুখার্জী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

একক আবৃত্তি সন্ধ্যায় অংশ নিতে রংপুরে আসছেন পশ্চিমবঙ্গ ও এ সময়ের জনপ্রিয় আবৃত্তি শিল্পী মুনমুন মুখার্জী। আগামী ০৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় রংপুর টাউন হলে এই আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

জানাগেছে, বাচিক শিল্পী সম্মিলন পরিষদ, রংপুরের আমন্ত্রণে রংপুরে আসছেন জনপ্রিয় এই আবৃত্তি শিল্পী। মুনমুন মুখার্জীর পাশাপাশি আবৃত্তিতে অংশ নিবেন বাংলাদেশের জনপ্রিয় কিছু আবৃত্তি শিল্পী। আবৃত্তি অনুষ্ঠানে প্রবেশের জন্য ৩ শ্রেণীর প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট সরবরাহ করা হবে।

টিকেট নিশ্চিত করতে যোগাযোগ:  পিন্টু = ০১৭২২৯৬২৩২৭, মুরাদ = ০১৭২১০১২৮৫৮, সুইটি= ০১৭৩৫২৬৮৭৭৯, অভি =০১৭৩৭৩৬৪৬২৬, তর্পণ =০১৬২৪৬১১৪৩৮, আসমা বাবলি =০১৭৭৩২৩২৭৭৬, বুবলী কুন্ডু = ০১৭১৪৯২৫৭৮৩, বুবলি =০১৮৮৪৩২০০৩৩, মিসু = ০১৭১৭২৭৪৪৪৯।

এছাড়া টিকেট পাওয়া যাচ্ছে, সেফ এন্ড সেভ রেস্টুরেন্ট, পার্কের মোড়, রংপুর, প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্টে, পুলিশ লাইন,রংপুর, মনা’স, লালবাগ প্লাজা, রংপুর, পাঞ্জাবীওয়ালা, মতিপ্লাজা,রংপুর, রায়হান হোটেল এন্ড রেস্টুরেন্ট,দর্শনা, রংপুর, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট, সাতমাথা,রংপুর, বইবাড়ি, রংপুর।

অনুষ্ঠানের আয়োজক মাহমুদুল হাসান পিন্টু জানান, মুনমুন মুখার্জীর একক কবিতা সন্ধ্যা সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা কবিতা প্রেমী মানুষদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো।

Place your advertisement here
Place your advertisement here