• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে অ্যাপের মাধ্যমে ২৬৯৬ মেট্রিক টন আমন ধান কেনা শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ডিজিটাল খাদ্য শস্য সংগ্রহ ব্যবস্থাপনায় অ্যাপের মাধ্যমে দুই হাজার ৬৯৬ মেট্রিক টন আমন ধান কেনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের খাদ্য গুদামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ফরহাদ হোসেন।

এ সময় রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল কাদিরের সভাপতিত্বে বক্তর‌্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সরওয়ালুল হক, রংপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা অমূল্য কুমর সরকার, রংপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন প্রমুখ।

দেশের আটটি বিভাগের ১৬ জেলায় অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক দফতরের আওতায় এ ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উদ্বোধনের পর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি জুড়ে নির্বাচিত কৃষকরা গুদামে তাদের ধান বিক্রি করবেন।

রংপুর সদর খাদ্য গুদাম কর্মকর্তা আরিফ হোসেন জানান, ডিজিটাল খাদ্য শস্য ব্যবস্থাপনায় ‘কৃষকের অ্যাপস’ নামক অ্যাপের আগে কৃষকরা নিবন্ধিত হয়েছেন। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে লটারির মাধ্যমে কৃষকদের তালিকা নির্বাচিত করা হয়।

রংপুর সদরের পাঁচটি ইউপি ও সিটি কর্পোরেশন এলাকার ক্ষুদ্র কৃষক এক হাজার ৩৫০ জন, মাঝারি কৃষক ৫০৫ জন, বড় কৃষক ২২৪ জনসহ মোট দুই হাজার ৭৯ কৃষকের কাছ থেকে দুই হাজার ৬৯৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতিকেজি ধান ২৬ টাকা দরে ক্ষুদ্র কৃষক এক হাজার কেজি, মাঝারি কৃষক এক হাজার ৬০০ কেজি ও বড় কৃষক দুই হাজার ৪০০ কেজি ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।

Place your advertisement here
Place your advertisement here