• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরকে ভিক্ষুক মুক্ত করার ঘোষণা

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

 রংপুর জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর,রংপুর, উদ্যোগে  সিটি কর্পোরেশন এলাকা এবং তারাগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার পরিকল্পনা গ্রহন করেছেন।

গতকাল সোমবার সকালে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সমাজ কল্যান পরিষদের এক সভায় এই পরিকল্পনা গ্রহনের কথা জানালেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক  রংপুর ,এনামুল হাবীব।
জেলা প্রশাসক জানান, রংপুর জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর রংপুর সিটি কর্পোরেশন এলাকা এবং রংপুরের ৮ উপজেলার মধ্যে প্রাথমিক পর্যায়ে তারাগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার জন্য জরীপ কার্যক্রম পরিচালনা করার পর প্রাথমিক পর্যায়ে রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ২৫ নং ওয়ার্ডকে ভিক্ষুক মুক্ত করার জন্য নির্বাচন করা হয়। এই ওয়ার্ডে প্রায় ৪০ জন ভিক্ষুকের বসবাস রয়েছে। এরমধ্যে যাচাই বাছাই সম্পন্ন করার পর ৩০ জন ভিক্ষুকের অবস্থা বিবেচনা করে তাদের পুনবার্সনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরপর তাদের পুনবার্সনের জন্য একটি সমিতি গঠন করে ওই ৩০জন ভিক্ষুককে সদস্য করে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। সমিতিটি রেজিষ্ট্রেশনও সম্পন্ন হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক এনামুল হাবীব। তিনি সভায় উপস্থিত সদস্যবৃন্দকে আরও জানালেন চলতি মাসের মধ্যেই উল্লেখিত ৩০ জন ভিক্ষুককে রিকসা ও রিকসা ভ্যান প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হবে আর এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এসব রিকসা ও রিকসা ভ্যান হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

Place your advertisement here
Place your advertisement here