• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুর-৫ আসনঃ নৌকা-লাঙ্গল সচল, ধানের শীষে পাতান

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এসএম ফখর-উজ জামান জাহাঙ্গীর, আওয়ামী লীগের এইচএন আশিকুর রহমান ও বিএনপির গোলাম রব্বানীর ভোটের মাঠ সরগরম বেশি। লাঙ্গল নিয়ে জাপা ও নৌকা নিয়ে আওমামী লীগ প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোট প্রার্থনা করছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। মিছিল-মিটিং ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন তারা। আগামী ৩০ ডিসেম্বর জয়ের ব্যাপরে আশাবাদী নৌকা ও লাঙ্গলের সমর্থকেরা।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ তোজাম্মল হোসেন বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের কাণ্ডারী। দেশে মানুষের জীবনমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

উপজেলা জাতীয় পার্টির প্রার্থী এসএম ফখর-উজ জামান জাহাঙ্গীর বলেন, জাপার দুর্গ হিসেবে খ্যাত মিঠাপুকুর আসনটি পুনরুদ্ধার করতে আমার কঠোর পরিশ্রম করছি। ৩০ তারিখে জয়লাভ করে আমরা এই আসনটি দলের প্রধানকে উপহার দেব।

অপরদিকে, প্রার্থিতার বৈধতা নিয়ে আইনি লড়াইয়ে আদালতে রয়েছে ধানের শীষের প্রার্থী গোলাম রব্বানী। মাঠে পোস্টার লাগানো হলেও বেশিরভাগই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনেরা ছিরে ফেলার অভিযোগ রয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে অব্যাহতি পাকাপক্ক না হওয়ায় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালে ১৯ ফেব্রুয়ারি এক লাখ ২৫ হাজার নয়’শ ২৩ ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন গোলাম রব্বানী। কিন্তু, ওই বছরের ২৭ মার্চ রংপুর বিভাগীয় কার্যালয়ে শপথ গ্রহণের উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ২৭ মে প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করেন তিনি।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে ছয়জন প্রার্থী থাকলেও নৌকা ও ধানের শীষের মধ্যে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে, আইনি জটিলতায় গোলাম রব্বানীর প্রার্থিতা স্থগিত থাকায় ভোটের মাঠে নৌকা পালে হাওয়া লেগেছে। লাঙ্গল মাঠ গুছাতে শুরু করলেও ভোটারদের মন জয় করতে হিমসিম খাচ্ছে তারা।

রাণীপুকুর এরশাদ মোড় বাজারের দোকানদার হাসান মাহমুদ বলেন, মাঠে শুধু নৌকা ও লাঙ্গলকে দেখা যাচ্ছে। তারাই মিছিল-মিটিং নিয়ে ব্যস্ত। আর 'ধানের শীষে'ত পাতান ধরছে"। 

ভাংনী ইউনিয়নের আবুল কাশেম বলেন, আইনি জটিলতায় ধানের শীষের প্রার্থী না থাকায় ভোটারেরা খানিকটা হতাশ। উৎসব মুখর পরিবেশের বদলে আতঙ্ক বিরাজ করতে মিঠাপুকুরে।

Place your advertisement here
Place your advertisement here