• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুর-৪: লড়াই হবে নবীন-প্রবীণে

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

কাউনিয়া ও পীরগাছা এ দুই উপজেলা মিলে রংপুর-৪ সংসদীয় আসন। এ আসনে এবার ভোটযুদ্ধে লড়াই হবে নবীন আর প্রবীণের এমনটা হরহামেশাই শোনা যাচ্ছে নির্বাচনী এলাকার হাটে-মাঠে আর পাড়া-মহল্লায়।

পরপর দুবার বিজয়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক প্রবীণ এমপি টিপু মুনশি এবং তার বিপরীতে লড়বেন প্রথমবারের মতো এমপি প্রার্থী বিএনপির তরুণ নেতৃত্ব উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি সাবেক এমপি আলহাজ রহিম উদ্দিন ভরসা পুত্র কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী তরুণ নেতা আলহাজ এমদাদুল হক ভরসা।

এরই সঙ্গে লড়ছেন এরশাদ প্রিয় রংপুরের হারাগাছের শিল্পপতি আলহাজ মহসিন আলী বেঙ্গলের পুত্র লাঙ্গলের তরুণ লড়াকু সৈনিক সমবায় ব্যাংকের পরিচালক মোস্তফা সেলিম বেঙ্গল।

এ ছাড়াও লড়াইয়ের মাঠজুড়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ বদিউজ্জামান, বাম গণতান্ত্রিক জোট দলের (বাসদ) সাদেক হোসেন, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম। লড়াইয়ের মাঠজুড়ে দিবারাত্রি প্রার্থী ও তার কর্মীরা ব্যস্ত সময় পার করছেন হাটবাজার দোকানপাট আর ভোটারদের বাড়ি বাড়ি।

বিগত দুইবারের সফল এমপি টিপু মুনশি ও তার কর্মীবাহিনী ভোটারদের বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান ও ১০ বছরের নানা উন্নয়নের কথা। অপরদিকে, বিএনপির এমদাদুল হক ভরসা বলছেন, শহীদ জিয়ার কাক্সিক্ষত সোনার বাংলা গড়ার কথা। তিনি নারী-পুরুষ সব ভোটারের কাছে বিরামহীন ভোট চাওয়ায় ব্যস্ত। অন্যদিকে রংপুরের সন্তান হুসেইন মুহম্মদ এরশাদের লাঙ্গলের মঙ্গল কামনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মোস্তফা সেলিম বেঙ্গল।

তিনি বলছেন, লাঙ্গলের এমপি হলে এলাকার উন্নয়ন হবে, হতদরিদ্র মানুষের উন্নয়ন হবে। আর ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ বদিউজ্জামন বলছেন, ইসলাম প্রতিষ্ঠার কথা প্রায় একইভাবে সব প্রার্থী মাঠে ময়দানে ঘুরলেও জনগণ এখনো তেমন কিছুই বলছেন না। তাদের একজন বরুয়াহাট এলাকার রফিকুল ইসলাম বলেন, প্রার্থীরা যতই বুলি আওরাক ভোটের হিসাব-নিকাশ শুরু হবে ২৫ ডিসেম্বরের পর।

একই এলাকার ফজলুল হক বলেন, ভিন্ন কথা, তিনি বলেন, এবারে যেহেতু ইউপি চেয়ারম্যান নির্বাচন হয়েছে জাতীয় দলের ব্যানারে তাই ৬০ ভাগ ভোটের ভাগাভাগী দলীয় ব্যানারেই হয়ে গেছে। এখন শুধু দিনক্ষণ গণনার পালা, অপেক্ষা শুধু ৩০ ডিসেম্বর।

Place your advertisement here
Place your advertisement here