• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

রংপুর মহানগরীতে ট্রাফিকের নতুন ইউনিট উদ্বোধন

দৈনিক রংপুর

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ট্রাফিক বিভাগে এখন নতুন সংযোজন ট্রাফিক দক্ষিণ ইউনিট। মঙ্গলবার (২৯ জানুয়ারি) আর কে রোডে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে নতুন উদ্যোমে কাজ শুরু করেছে এ ইউনিটটি।

দক্ষতা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে রংপুর মহানগর বাসীদের ট্রাফিক সেবা প্রদানে গত ১৬ জানুয়ারী থেকে ট্রাফিক পুলিশের দক্ষিণ ইউনিটটি কাজ করে যাচ্ছে। মাত্র ৪২ সদস্যের দক্ষিণ ইউনিটে রয়েছে ২ জন টিআই, ৪ জন এটিআই, ৪ এটিএসআই, ৪ জন সার্জেন্ট এবং ২৮ জন কনস্টেবল। বর্তমানে অত্যাধুনিক তিনটি ট্রাফিক বক্স রয়েছে এ ইউনিটের আওতায়।

এরই মধ্যে ট্রাফিক দক্ষিণ ইউনিট বিশেষ অভিযানে মাধ্যমে নগরীতে অবৈধ পার্কিং বন্ধে তৎপরতা অব্যহত রেখেছে। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকসা না দাঁড়াতে উদ্যোগ নেয়া হয়েছে। যত্রতত্র অস্থায়ী অটো ও রিকসা স্ট্যান্ড বন্ধে গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে ১০০ গজ দূরে পার্র্র্র্কিং করতে চালকদের নির্দেশনা দেয়ার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
রংপুর মহানগরীর তাজহাট থানা, মাহিগঞ্জ থানা এবং কোতয়ালী থানার আংশিক এলাকা ট্রাফিক দক্ষিণ ইউনিটের আওতাভুক্ত। এরমধ্যে জাহাজ কোম্পানী মোড় হতে সাতমাথা, মাহিগঞ্জ, মডার্ণ মোড়, পার্কের মোড়, লালবাগ মোড়, দর্শনা, শাপলা চত্তর, টার্মিনাল রোড, ঢাকা কোচ স্ট্যান্ড, ঘাঘট প্রয়াস মোড়সহ মোট ১৮টি পয়েন্ট রয়েছে। এসব এলাকায় নিরলসভাবে কাজ করছে ইউনিটটি। লালবাগ চত্ত¡রে ইতোমধ্যে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল মুক্ত করতে সফল অভিযান পরিচালনা করেছে।

নতুন এই ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আরপিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ নাজরান রউফ জানান, ১৬ জানুয়ারী থেকে ট্রাফিক দক্ষিণ কাজ করছে। মঙ্গলবার পুলিশ সেবা সপ্তাহের তৃতীয় দিনে আরপিএমপি কমিশনার মহোদয় নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন। এ ইউনিট ট্রাফিক সপ্তাহের গেল চার দিনে মোট ১৪৬টি মামলা করেছে।

তিনি আরো জানান, ইতোমধ্যে সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় নগরীর ব্যস্ততম সড়ক জাহাজ কোম্পানী মোড়ে জেব্রা ক্রসিং ও রোড মার্কিং দেয়া হয়েছে। এছাড়াও জাহাজ কোম্পানী থেকে বেতপট্টি রোডটি একমূখী করা হয়েছে। বিভিন্ন যানবাহনের চালক, পথচারী, সাধারণ জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে।

ট্রাফিক পুলিশ ব্যবস্থাপনা নিয়ে আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, দক্ষতা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে রংপুর মহানগরের অধিবাসীদের ট্রাফিক সেবা প্রদানের লক্ষ্যেই ট্রাফিক পুলিশ বিভাগকে উত্তর ও দক্ষিণ ইউনিটে ভাগ করা হয়েছে। বর্তমানে দু’টি ইউনিটই সড়কে শৃঙ্খলা ফেরানোসহ নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে।

এদিকে গত মঙ্গলবার ট্রাফিক দক্ষিণ ইউনিটের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম, ডিসি (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, এডিসি (সিটিএসবি) (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) মোছাঃ শামিমা পারভীন, এডিসি (হেডকোয়ার্টার্স) মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, এডিসি (অপরাধ) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা, এসি (মাহিগঞ্জ জোন) মোঃ ফারুক আহমেদ, এসি (ফোর্স) এ, কে, এম ওহিদুন্নবী, এসি (সিটিএসবি) মোঃ শরীফ আল রাজীব, এসি (স্টাফ অফিসার) মোঃ আল ইমরান হোসেন, এসি (ট্রাফিক-দক্ষিণ) মোঃ নাজরান রউফ, এসি (হেডকোয়ার্টার্স) রেজানুর বেগম, এসি (ডিবি) মোঃ আলতাফ হোসেন, এসি (কোতয়ালী জোন) মোঃ জমির উদ্দিন, এসি (ট্রাফিক-উত্তর) মোঃ ফরহাদ ইমরুল কায়েস।

Place your advertisement here
Place your advertisement here