• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুর বিভাগের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে রাদসা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর বিভাগের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবধিা প্রদান, সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে রংপুর ডিভিশন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাদসা)। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তবে শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য সারাদেশে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
যেসব শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল কিংবা গ্রামাঞ্চলে থাকে তাদের জন্য অনলাইন ক্লাসগুলোর নোট বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে সংগঠনটি। এজন্য বিভাগের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একটি করে টিম করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিসিএস প্রস্তুতি, গুগল, অ্যামাজন-এর মতো বড় বড় কোম্পানিতে চাকরির প্রস্তুতি নিয়ে সাহায্য করছে রাদসা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শামীমা বিনতে জলিল বলেন, করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস নেয়া হচ্ছে। এক্ষেত্রে অসচ্ছল শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এছাড়া গ্রামাঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সুযোগ নেই। এ সমস্যা দুরীকরণে, অনলাইন এবং অফলাইনে শিক্ষাকার্যক্রম প্রদান ও দিক-নির্দেশনা দেয়া হচ্ছে রাদসা’র মাধ্যমে। এছাড়া বিভিন্ন বিষয়ে সফল ব্যক্তিদের সঙ্গে তাদের লাইভ মিটিং করাচ্ছি। এতে তারা নিজেদের পেশা নির্বাচনে সঠিক দিক-নির্দেশনা পাচ্ছে।

রাদসা’র সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রাফি বলেন, শুধুমাত্র রংপুর বিভাগের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে রাদসা কাজ শুরু করছে। রাদসা হবে রংপুর বিভাগের সব শিক্ষার্থীর মিলনমেলা।

Place your advertisement here
Place your advertisement here