• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুর চিনিকলে আখ মাড়াই শুরু

দৈনিক রংপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে শুক্রবার বিকেলে ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াই শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা।

বিপুল পরিমাণ লোকসানের বোঝা মাথায় নিয়ে, কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন পরিশোধ করতে না পারায় একেবারেই সাধারণভাবে এ বছরের আখ মাড়াই শুরু হয়েছে।

এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আখ উৎপাদিত হয়েছে। তাই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার আওতাভুক্ত জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারি শিল্প প্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতার মাঝেও অনায়াসেই কাঙ্খিত পরিমাণ চিনি উৎপাদন করা সম্ভব হবে।

শুক্রবার থেকে ৫০ দিন বিরামহীন চলবে আখ মাড়াই। এই সময়ে চিনিকলের নিজস্ব খামার ছাড়াও আটটি সাবজোনে ৫ হাজার ৭৮০ একর জমিতে উৎপাদিত ৮০ হাজার মেট্রিক টন আখ সংগ্রহ করে ৭ শতাংশ হারে আহরণ করে ৫ হাজার ৬শ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন্দ বলেছেন, শত প্রতিকূলতার মাঝেও সুষ্ঠুভাবে চলতি আখ মাড়াই মৌসুম পরিচালনার জন্য প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here